ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টির আগে জোড়া উইকেট হারিয়ে বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৮

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না লর্ডস টেস্টকে। প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টস হয়ে খেলা শুরু হয়েছে। তবে আধা ঘন্টা গড়াতে না গড়াতেই আবার ধরেছে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগেই অবশ্য ভারত বড়সড় ধাক্কা খেয়েছে। ১০ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে দুই ওপেনারকে।

বল হাতে রীতিমত আগুন ঝড়াচ্ছেন ইংলিশ পেসাররা। দেখেশুনে খেলেও তাই উইকেট ধরে রাখতে পারছে না ভারত। জেমস অ্যান্ডারসনের জোড়া আঘাতে শুরুতেই সাজঘরে ফিরেছেন মুরালি বিজয় (০) আর লোকেশ রাহুল (৮)। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৩ ওভারে ২ উইকেটে ১১ রান তুলেছে ভারত।

এই টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মামলার ঘানি টানতে থাকা অলরাউন্ডার বেন স্টোকসের বদলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস।

ভারত পরিবর্তন এনেছে দুটি। বাদ পড়েছেন ওপেনার শেখর ধাওয়ান আর পেসার উমেশ যাদব। তাদের বদলে একাদশে ঢুকেছেন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা আর চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩১ রানে হেরে যায় ভারত। সিরিজে সমতায় ফেরানোর লক্ষ্য নিয়েই এই টেস্ট খেলতে নেমেছে তারা।

এমএমআর/পিআর

আরও পড়ুন