ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টেন ক্রিকেটকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৭ আগস্ট ২০১৮

ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট থেকে আরও ছোট হচ্ছে। টেস্ট, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি। এবার জনপ্রিয় হতে চলেছে টি-টেন লিগও। শারজাহতে আগামী নভেম্বরে বসবে টি-টেন লিগের দ্বিতীয় আসর। প্রথম আসরে মৌখিক সম্মতি জানালেও এবারের আসরটিকে আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি দিয়েছে আইসিসি।

প্রথম আসরের চেয়ে এবার আরও জমজমাট আয়োজনের অপেক্ষায় টি-টেন লিগ। ২৩ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বসবে ১০ ওভারের এই আসর। এবার ছয় দল থেকে বেড়ে দল হয়েছে আটটি। টুর্নামেন্টের দৈর্ঘ্যও ৪ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করা হয়েছে।

টি-টেন লিগের প্রেসিডেন্ট সালমান ইকবাল মনে করছেন, আইসিসির এই আনুষ্ঠানিক অনুমোদনে বিশ্বজুড়ে এই টুর্নামেন্টটি আরও গ্রহণযোগ্যতা পাবে। এটাকে ভীষণ ইতিবাচক দিক মনে করছেন তিনি।

এবারের টি-টেন লিগে বড় অনেক তারকাই অংশ নিচ্ছেন। শহীদ আফ্রিদিসহ কয়েকজন তারকা তো আগেই ছিলেন। এবার নাম লিখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটার।

এমএমআর/এমএস

আরও পড়ুন