ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মনে হচ্ছিল বাংলাদেশেই খেলছি : টাইগার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৭ এএম, ০৫ আগস্ট ২০১৮

টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে ফ্লোরিডায় পৌঁছেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন এখানে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সমর্থন পাবেন অনেক বেশি। ম্যাচের সময় গ্যালারিতেও দেখা গিয়েছে তারই প্রমাণ।

ম্যাচ শুরুর আগে থেকেই দলবল নিয়ে হাজির হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। লডারহিলে ম্যাচের শুরু থেকেই তামিম-সাকিবদের একেকটি রানে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পতি করে রাখেন পুরো স্টেডিয়াম।

সাকিবদের সাহস দেয়ার পাশাপাশি ক্যারিবীয়দের আত্মবিশ্বাস কমাতে তাদের একেকটি ভুলে দুয়ো দিতেও ছাড়েনি গ্যালারিতে থাকা দর্শকেরা। উইন্ডিজের ব্যাটিংয়ের সময় বাংলাদেশি বোলারদের প্রতিটি ডট বল কিংবা ভালো কোন সুযোগেও গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা।

ম্যাচ শেষে তাই এসব প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানাতে ভুলেননি টাইগার অধিনায়ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘গ্যালারিতে সমর্থকদের অকুণ্ঠ সমর্থন সবসময়ই বড় একটি ব্যাপার। আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশেই খেলছি। আশা করছি তারা পরের ম্যাচেও আমাদের তারা এমন সদলবলে আসবে এবং আমাদের সমর্থন দিয়ে যাবে।’

সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

এসএএস/এমএস

আরও পড়ুন