কোহলি টেনে নিচ্ছেন ভারতকে
দলের বাকি ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছেন না। কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি বলতে গেলে একাই টেনে নিয়ে যাচ্ছেন দলকে। তার হাফসেঞ্চুরিতে ভর করে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ১৬০ রান নিয়ে চা-বিরতিতে গেছে ভারত।
ভারতকে এই বিপদে ফেলার পেছনে হাত টম কুরানের। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার ইতোমধ্যেই ৪ উইকেট নিয়েছেন। টপ অর্ডারের মুরালি বিজয় (২০), শেখর ধাওয়ান (২৬), লোকেশ রাহুলের (৪) সঙ্গে তিনি নিয়েছেন বিরাট কোহলিকে সঙ্গ দিতে যাওয়া হার্দিক পান্ডিয়ার (২২) উইকেটটিও।
১০০ রানে ৫ উইকেট হারানোর পর কোহলি আর পান্ডিয়া ষষ্ঠ উইকেটে গড়েছেন ৪৮ রানের জুটি। পান্ডিয়াকে এলবিডব্লিউ করে এই জুটিটিও ভেঙে দিয়েছেন কুরান। তবে কোহলি হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ইংল্যান্ডের স্লিপ ফিল্ডােরের ভুলে জীবন পাওয়া ভারতীয় অধিনায়ক অপরাজিত আছেন ৫৩ রানে। তার সঙ্গে ৬ রান নিয়ে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে জো রুটের ৮০ আর জনি বেয়ারস্টোর ৭০ রানে ভর করে প্রথম ইনিংসে ২৮৭ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড।
এমএমআর/জেআইএম