ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলির ‘নকল’ উদযাপনে রাগ করছেন না রুট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০২ আগস্ট ২০১৮

টেস্ট সিরিজ মাত্র শুরু হলো। এরই মধ্যে দুই দলের মধ্যে যুদ্ধংদেহী ভাব। এজবাস্টন টেস্টের প্রথম দিনে জো রুটকে দুর্দান্ত এক রানআউটে সাজঘরে ফেরানোর পর বিরাট কোহলির 'মাইক ড্রপ' উদযাপন নিয়ে তোলপাড় ইংলিশ মিডিয়ায়। ভারতীয় অধিনায়ক কি তবে প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করলেন? এমন উদযাপন কেন? তবে যাকে নিয়ে এই ঘটনা, সেই রুট বিষয়টিকে এত জটিলভাবে দেখছেন না। ইংলিশ অধিনায়কের মতে, কোহলির এমন উদযাপনেই বোঝা যাচ্ছে, সিরিজটা কত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

ইংল্যান্ডের প্রথম ইনিংসটা আরও বড় হতে পারতো। একটা সময় ৩ উইকেটেই ২১৬ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। তবে তারাই শেষপর্যন্ত অলআউট ২৮৭ রানে। রুট ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের ইনিংস।

ইংলিশ দলপতি তখন ৮০ রানে। জনি বেয়ারস্টোর সঙ্গে দৌঁড়ে দুই রান নিতে গেলে দারুণ থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দেন কোহলি। এরপরই তার অদ্ভূত উদযাপন। প্রথমে ঠোঁটে আঙুল চেপে চুপ থাকার ইঙ্গিত, পরে হাতটা উপরে তুলে এমন ভাব-যেন ব্যাটটা ফেলে দিচ্ছেন।

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ঠিক এমনই এক উদযাপন করেছিলেন রুট। যেটির নাম হয় ‘মাইক ড্রপ’ উদযাপন। রুটকে সাজঘরের পথ দেখিয়ে তারই উদযাপন নকল করলেন কোহলি। অপমান বোধ তো করতেই পারেন ইংলিশ অধিনায়ক!

তবে রুট এটাতে তেমন কিছু মনে করছেন না। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে তিনি ওই ঘটনা নিয়ে বলেন, ‘আমি আসলে দেখিনি মাঠে কি ঘটেছে। তবে দিনের খেলা শেষে রাতের বেলা দেখেছি। আমার মনে হয়, এটা পুরো টেস্ট ক্রিকেটের জন্য চিত্তাকর্ষক এক ব্যাপার। এতে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়েছে। শুরুতেই এমন একটি ঘটনা সিরিজটাকে দারুণ উপভোগ্য করে তুলবে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জুড়ে কি হয়, সেটা দেখার অপেক্ষাতেই আছি আমরা।’

রুটের কথায় ইঙ্গিত, সুযোগ পেলে তারাও ছেড়ে দেবেন না। টেস্ট ক্রিকেটের ম্যাড়ম্যাড়ে ভাব কাটাতে এমন লড়াই তো দরকারই!

এমএমআর/পিআর

আরও পড়ুন