প্রথম ম্যাচে সহজেই জিতল দক্ষিণ আফ্রিকা
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে তারা জিতেছে ৫ উইকেট ও ১৯ ওভার হাতে রেখেই।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯৩ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে অকূল পাথারে পড়েছিল তারা। সেখান থেকে কুশল পেরেরা ৮১ ও থিসারা পেরেরা ৪৯ রানের ইনিংস খেললে দুইশো ছোঁয়া সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪টি করে উইকেট নেন ডানহাতি পেসার কাগিসো রাবাদা ও বাঁহাতি চায়নাম্যান তাবারেজ শামসি। লুঙ্গি এনগিডি নেন এক উইকেট।
রান তাড়া করতে নেমে জেপি ডুমিনির অপরাজিত ফিফটিতে ৫ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৩২ বলে ৬ চার ও ২ ছক্কার মারে ৫৩ রান করে অপরাজিত থাকেন ডুমিনি। এছাড়া কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি, উভয়েই খেলেন ৪৭ রানের ইনিংস।
এসএএস/পিআর