ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘বিরাটের ভারত সব করতে পারে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৮ জুলাই ২০১৮

২০১৪ সালের ইংল্যান্ড সফরটা খুব একটা সুখকর ছিল না বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। ৫ ম্যাচের ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৩ গড়ে, সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯ রানের। ভারতও সিরিজ হেরেছিল ৩-১ ব্যবধানে।

৪ বছর পর প্রতিশোধ নেয়ার মিশনে আবারো ইংল্যান্ডে ভারত। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে বিরাট কোহলির দল। ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য এবার লড়বে তারা। আপাতদৃষ্টিতে ঘরের মাঠে ইংলিশদের ফেবারিট ধরা হলেও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার ডেল স্টেইনের মতে বিরাটের নেতৃত্বাধীন ভারত যেকোন কিছু করার সামর্থ্য রাখে।

আগামী ১ আগস্ট পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি খেলবে ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচের আগে এই সিরিজের ব্যাপারে বিশদ আলোচনা করেছেন ডেল স্টেইন। তার চোখেও ইংল্যান্ডই এই সিরিজে এগিয়ে থাকলেও বিরাটের ভারতের সামর্থ্য রয়েছে স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করার।

স্টেইন বলেন, ‘বিরাটের নেতৃত্বে ভারতের এই দল যেকোন কিছুই করতে পারে। আমি বিরাটকে খুব ভালোভাবে চিনি। নিজের লক্ষ্যের ব্যাপারে সে অবিচল। পাঁচটি ম্যাচ যেকোন এক দলের জন্য ভালো হবে। যখন একটা দল ধারা পেয়ে যাবে তখন অন্য দল দাঁড়ানোর সুযোগ পাবে না।’

এসময় ইংল্যান্ডের সম্ভাবনার কথা উল্লেখ করে ডানহাতি এই পেসার বলেন, ‘এই সিরিজটা খুব একটা সহজ হবে না। ইংল্যান্ডের বোলাররা অনেক বেশি স্কিলসম্পন্ন। বিশেষ করে ঘরের মাঠে। এই জিনিসটা সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অন্যদিকে ভারতের শক্তি নিজেদের স্পিন বোলিং। বর্তমান সময়ের ফ্ল্যাট উইকেটে স্পিন বোলিংটা তেমন কার্যকর নাও হতে পারে বলে মনে করেন স্টেইন। ফলে ভারতেরও পেসারদের নিয়েই এগুতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্টেইন বলেন, ‘ভারত নিজেদের স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করে এবং তারা ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সাপোর্ট দেয়। ইংল্যান্ডে এখনকার উইকেট প্রায় সবই ব্যাটিং বান্ধব। এসব উইকেটে খুব বেশি টার্ন থাকে না। বিশেষ করে কাউন্টিতে ৪ দিনের ম্যাচগুলোয় এমনটাই দেখা গিয়েছে। ফলে ভারতকেও পেস বোলারদের উপর নির্ভর করতে হবে। যদি তারা না পারে তাহলে নিশ্চিতভাবে বিপদে পড়তে হবে।’

এসএএস/এমএস

আরও পড়ুন