ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪২তম হাফ সেঞ্চুরি করে সাজঘরে তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৬ জুলাই ২০১৮

প্রথম মাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন তামিম ইকবাল। এনামুল হক বিজয়কে নিয়ে প্রথম উইকেট জুটিতে ৩২ রানের জুটি গড়ার পর সাকিব আল হাসানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের অনবদ্য এক জুটি গড়ে তোলেন। প্রথম ম্যাচে সাকিব-তামিমের ব্যাট থেকে এসেছিল ২০৭ রানের বিশাল এক জুটি। দ্বিতীয় ম্যাচেও আলো দেখাচ্ছিলেন এই দুই সিনিয়র ব্যাটসম্যান।

৯৭ রানের জুটি গড়ার মধ্যেই নিজের ক্যারিয়ারে ৪২তম হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ৭১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল।

তবে হাফ সেঞ্চুরি পূরণ করার পর কেন যেন অস্থির হয়ে ওঠেন তামিম। কারণ, এ সময় বল করতে এসে বেশ চাপ তৈরি করেছিলেন ক্রিস গেইল। অন্যপ্রান্তে চাপ তৈরি করেন আরেক স্পিনার দেবেন্দ্র বিশু। এই চাপ থেকে বের হতে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে আসেন তামিম।

কিন্তু তার এই কৌশল কাজে দেয়নি। ২৫তম ওভারের শেষ বলে এগিয়ে খেলতে এসে বলের ফ্লাইট মিস করেন। স্বাভাবিকভাবেই বল সোজা উইকেটরক্ষক সাই হোপের হাতে এবং অবধারিতভাবে স্ট্যাম্পিং। শেষ পর্যন্ত ৮৫ বলে ৫৪ রান করে ফিরে যান তামিম ইকবাল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২৯.১ ওভারে ১৪৫ রান। ৫৬ রান নিয়ে সাকিব এবং ৭ রান নিয়ে ব্যট করছেন মুশফিকুর রহীম।

আইএইচএস/

আরও পড়ুন