ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিউজিল্যান্ডের টেস্ট দলে নতুন এক স্পিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৫ জুলাই ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দলে একেবারে নতুন এক স্পিনারকে অন্তর্ভূক্ত করেছে নিউজিল্যান্ড। গত তিন মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি আজাজ প্যাটেল নামের বাঁহাতি এই স্পিনারই কিউই দলে বড় চমক। হাঁটুর চোটে থাকা মিচেল স্যান্টনারের জায়গায় সুযোগ পাচ্ছেন তিনি। টেস্ট দলের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে কিউইরা।

২৯ বছর বয়সী আজাজ গত বছর ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো প্লাংকেট শিল্ড শিরোপা জেতা সেন্ট্রাল স্টেগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই স্পিনার। ওই মৌসুমে ২১.৫২ গড়ে তিনি ৪৮ উইকেট নেন। ছিলেন ইশ সোধি আর টড অ্যাস্টলের সঙ্গে সেরা স্পিনারদের তালিকায়।

এদিকে নিউজিল্যান্ডের টেস্ট দলে ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল। মূল উইকেটরক্ষক হিসেবে থাকছেন বিজে ওয়াটলিং, তিনি আবার ২০১৬ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। টিম শিফার্ট, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন টি-টোয়েন্টি দলে আছেন, তারা আগে 'এ' দলের হয়ে ম্যাচ খেলবেন।

টেস্ট দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিত রিভাল, টম লাথাম, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ইশ সোধি, অাজাজ প্যাটেল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, আরও দুইজন যুক্ত হবেন নিউজিল্যান্ড 'এ'/টি-টোয়েন্টি দল থেকে।

টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, সেথ রেন্স, টিম শিফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, আরও দুইজন যুক্ত হবেন নিউজিল্যান্ড 'এ' দল থেকে।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন