ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডের ভাবনাতেও আছেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৩ জুলাই ২০১৮

‘টেস্ট স্পেশালিস্ট’ তকমাটা বেশ ভালোভাবেই গায়ে সেঁটেছে বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের। যার ফলে ২০১৫ সালের পর থেকে আর রঙিন পোশাকের ক্রিকেট খেলা হয়নি ‘পকেট ডিনামাইট’ খ্যাত এই ব্যাটসম্যানের। তবে ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দলের পরিকল্পনায় মুমিনুল রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তার কথার প্রমাণও মিলেছে অবশ্য। বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে ওয়ানডে সিরিজের জন্য সরাসরি অধিনায়কের দায়িত্বই দেয়া হয়েছে মুমিনুলের কাঁধে। নির্বাচকও ব্যাখ্যা দিয়েছেন বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডের মতোই আয়ারল্যান্ডের কন্ডিশন হওয়ায় মুমিনুলসহ ‘এ’ দলের খেলোয়াড়দের পরখ করে নেয়ার ইচ্ছে রয়েছে তাদের।

সুমন বলেন, ‘আগামী বছরের বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাঠে। সেটা আমাদের মাথায় খুব ভালোভাবেই আছে। সেখানে যদি কাউকে দরকার পড়ে আমাদের তাহলে এই আয়ারল্যান্ড সফর থেকেই দেখে নিতে পারবো। কারণ কন্ডিশন মোটামুটি একই ধরনের।’

‘আয়ারল্যান্ডে মুমিনুল যাচ্ছেন অধিনায়ক হিসেবে। সে সবসময়ই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। যদিও ওয়েস্ট ইন্দিজে টেস্ট সিরিজটা ভালো খেলতে পারেনি। তবে তার সম্পর্কে আমরা সবাই জানি। এবার তাকে আরেকটি সুযোগ দেয়া হল। এর বাইরে বেশ কিছু নতুন খেলোয়াড়ও আছে।’

এসময় জাতীয় দলের দুই তরুণ তারকা সৌম্য সরকার ও তাসকিন আহমেদের ব্যাপারে বিসিবির পরিকল্পনার কথাও জানান সুমন।

‘তাসকিন লম্বা সময় ধরে ইনজুরির মধ্যে ছিল। কিছুদিন হলো তার ইনজুরি ভালো হয়েছে। এই সফরটা তার জন্য নিজেকে ফিট প্রমাণ করার সুযোগ। পুরনো রিদমে ফিরে আসার জন্য এর চেয়ে ভালো সুযোগ হতো না তার। তাসকিন আমাদের পরিকল্পনার মধ্যেই আছে।’

‘সৌম্যও জাতীয় দলের বাইরে আছে। ওর জন্য এটি আরো একটি সুযোগ। শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি। তবে সে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তাই তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই।’

এসএএস/এমএস

আরও পড়ুন