ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনুশীলনে নো বল করে বিদ্রুপের শিকার ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৭ জুলাই ২০১৮

ইংল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত। প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। শেষ ম্যাচের জয়ী দলের হাতেই উঠবে সিরিজ জয়ের ট্রফি। এই ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।

সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না ভুবনেশ্বর। তৃতীয় ম্যাচে তার অন্তর্ভুক্তির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডানহাতি এই পেসারের অনুশীলনের ভিডিও আপলোড করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিডিওর ক্যাপশনে লিখে দেয়, ‘দেখুন নেটে কে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন।’

সেই ভিডিওতে দেখা যায় অনুশীলনে বিশাল এক নো বল করেছেন ভুবনেশ্বর। সেই নো বলকে ঘিরেই শুরু হয় সমর্থকদের ঠাট্টা-বিদ্রুপ। ভিডিওটি টুইটারে ছড়িয়ে পড়তেই একের পর এক বিদ্রুপাত্মক ও নেতিবাচক কমেন্টে জর্জরিত হতে থাকেন ভুবনেশ্বর।

স্মিত বিজয় নামের এক সমর্থক লিখেন, ‘নো বল করছে সে।’ ভিনয় নাগ রাজু হাসির ইমোটিকন ব্যবহার করে লিখেন, ‘এবং এটি একটি বিশাল নো বল।’ আদিত্য আচার্য্য লিখেন, ‘বিশাল বড় নো বল!!’

নিতিন শেট্টি এক ধাপ এগিয়ে এক হাত নেন বোলিং কোচের। তিনি লিখেন, ‘নেটে আমাদের বোলাররা কেন সবসময় নো বল করে? বোলিং কোচ কি করছে। এগুলো দেখে না কেন।’ ভামসি লিখেন, ‘নো বল করাটা আমাদের খেলোয়াড়দের সাধারণ রোগে পরিণত হয়েছে। এই জিনিসটা গুরুত্বের সাথে দেখা উচিৎ। কারণ একারণে আমরা চ্যাম্পিয়নস ট্রফি হারিয়েছি।’

এসএএস/আরআইপি

আরও পড়ুন