ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দিনের শুরুতেই ব্রেথওয়েটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৫ জুলাই ২০১৮

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের হতাশার সময়টা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার পর হতাশা কাটিয়ে উঠার রসদ বের করা আসলে দুষ্করই। প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের লিড দেড়শ ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২১৬ রান।

প্রথম দিনে ব্রেথওয়েট ৭৮ রানে থাকার সময় সাকিবের বলে লংঅনে উঠা ক্যাচ ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহীম। সেই সুযোগটা কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ক্যারিবীয় দলের ডানহাতি এই ওপেনার, খেলেছেন একদম টেস্ট মেজাজেই।

২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ব্রেথওয়েট, কামরুল ইসলাম রাব্বিকে দুর্দান্ত এক কাটে বাউন্ডারি হাঁকিয়ে। সেঞ্চুরির পথে তিনি চার মেরেছেন আরও ৯টি। ব্যাটিং করেছেন মাত্র ৩৭.৬৫ স্ট্রাইকরেটে!

বাংলাদেশের সাফল্য বলতে প্রথম দিনের দুটি উইকেটই। এর মধ্যে একটি উইকেট নিয়েছেন অভিষিক্ত আবু জায়েদ রাহী। অপরটি মাহমুদউল্লাহ রিয়াদের।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন