হারলে ওয়েস্ট ইন্ডিজের পেছনে পড়ে যাবে বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ঢাকা পড়ে গেছে ক্রিকেট। বিদেশের মাটিতে সাকিব-মুশফিকদের কঠিন এক টেস্ট সিরিজ যে শুরু হচ্ছে কয়েক ঘন্টা পরই, সেই খবরও হয়তো নেই অনেকের। তবে পুরো দেশ যতই ফুটবল নিয়ে পড়ে থাক, বাংলাদেশ দলের কিন্তু এই সিরিজটি যেনতেনভাবে নেয়ার সুযোগ নেই একেবারেই। ক্যারিবীয়দের মাটিতে একটি টেস্ট হারলেই র্যাংকিংয়ে এক ধাপ নেমে যাবে টাইগাররা।
ঘরের মাঠে দারুণ ছন্দে আছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। তবে প্রথম টেস্টে সফরকারিদের ২২৬ রানের বড় ব্যবধানে রীতিমত বিধ্বস্ত করেছিল ক্যারিবীয়রা। পরের টেস্ট বৃষ্টিবাধায় ড্র হয়। শেষ টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৪ উইকেটের জয় নিয়ে সমতায় ফেরে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দুই টেস্টের। এতে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে বিপদে পড়বে টাইগাররা। ৭৫ পয়েন্ট নিয়ে এখন টেস্ট র্যাংকিংয়ের আট নাম্বারে আছে সাকিব আল হাসানের দল। ৭২ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন সিরিজটি ১-০ ব্যবধানে জিততে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে দেবে ওয়েস্ট ইন্ডিজ। উঠে যাবে র্যাংকিংয়ের আট নাম্বারে। তবে সিরিজ ড্র হলে দুই দল এখনকার অবস্থানেই থাকবে। এমনকি বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলেও র্যাংকিংয়ে এগোবে না। সাত নাম্বারে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা কমবে তাতে।
এমএমআর/পিআর