ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘অস্ট্রেলিয়ার ক্রিকেটে এমন বাজে দিন কখনও আসেনি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ জুন ২০১৮

কোচের দায়িত্ব নেয়ার কয়েক মাসের মাথায় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় লজ্জার মুখোমুখি হলেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে তুলোধুনো করে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়লো তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বি ইংল্যান্ড। ম্যাচটি তারা হেরেছেও রেকর্ড ২৪২ রানের বড় ব্যবধানে। এমন লজ্জার পর কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না ল্যাঙ্গার। অজি কোচ স্বীকার করে নিলেন, অস্ট্রেলিয়া আগে কখনই এমন বাজে একটি দিন কাটায়নি।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্রমেই অবনতির পথে। ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো ইতিহাসের সর্বনিম্ন ওয়ানডে র্যাংকিংয়ে (৬ষ্ঠ) নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মধ্যে ইংল্যান্ডের কাছে এই ধাক্কা।

ওয়ানডে র্যাংকিংয়ে এখন এক নাম্বারে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের বিশ্বরেকর্ড গড়া সংগ্রহ তুলে আরেকবার বুঝিয়ে দিয়েছে কেন তারা শীর্ষে। হারের পর এই ম্যাচ নিয়ে ল্যাঙ্গার বলেন, 'এটা বড় একটা আঘাত। সোজাসুজি বললে ইংল্যান্ড তার সেরা অবস্থানে আছে। তারা যে বিশ্বের এক নাম্বার, সেটা কোনো আকস্মিক সাফল্য নয়।'

অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি এর চেয়ে লজ্জার দিন এসেছে? ল্যাঙ্গারের সরল স্বীকারোক্তি, 'আমি আজকের মতো (ম্যাচের দিন) বাজে দিন দেখিনি। যখন অস্ট্রেলিয়া ৪০০ করে (৪৩৪/৪) দক্ষিণ আফ্রিকার কাছে হারে, আমি জোহানেসবার্গে ছিলাম। তবে এবারেরটি ছিল নির্মম। আশা করছি, আমাদের তরুণরা এটা থেকে শিখবে।'

বল টেম্পারিং কান্ডে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিম পেইন। তিনিও বলছেন, এমন কঠিন দিন কখনও পার করতে হয়নি, 'এটা কঠিন ছিল। গত ম্যাচে ২৫তম ওভারে মাথায় আঘাত লেগে অনেক ব্যথা পেয়েছিলাম। সত্যি করে বলতে, সেই ব্যথাটার চেয়েও আজ বেশি ব্যথা অনুভব করছি। ড্রেসিংরুমে গিয়ে আমি বলছিলাম, ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এটাই।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন