বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত চান্দিমাল
বলের আকৃতি পরিবর্তনের (টেম্পারিং) দায়ে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমালকে অভিযুক্ত করেছে আইসিসি। রোববার এক টুইটে তারা জানিয়েছে, এই ঘটনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সেন্ট লুসিয়া টেস্টে এই বল টেম্পারিং কান্ডের সঙ্গে জড়িয়েছে শ্রীলঙ্কার নাম। বলের আকৃতি পরিবর্তনের দায়ে তাৎক্ষণিকভাবে ৫ রান জরিমানা করা হয় লংকানদের।
তবে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নেয়নি শ্রীলংকা। ম্যাচের তৃতীয় দিন দফায় দফায় মাঠ ছেড়ে যায় তারা। প্রথমে ৮০ মিনিট দেরিতে মাঠে আসে তারা, পরে আধঘণ্টা খেলেই আবারও ফিরে যায় ড্রেসিংরুমে।
এদিকে, আইসিসি চান্দিমালের বিরুদ্ধে অভিযোগ আনলেও নিজেদের খেলোয়াড়দের আগলে রাখছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের দাবি- টিম ম্যানেজম্যান্ট নিশ্চিত করেছে, অবৈধ কোনো কিছুর আশ্রয় নেননি চান্দিমালরা।
এমএমআর/এমএস