ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন বছর পর ফিরলেন রায়না

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৭ জুন ২০১৮

আম্বাতি রাইডুর ফিটনেস ব্যর্থতায় কপাল খুলেছে বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার। ফিটনেস টেস্টে পাশ করতে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড ট্যুরের ভারতীয় ওয়ানডে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন রাইডু। তার বদলে ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন রায়না।

সবশেষ ২০১৫ সালের অক্টোবর মাসে সবশেষ ওয়ানডে খেলেছিলেন রায়না। অফফর্মের কারণে গত ৩ বছরে আর জাতীয় দলে বিবেচিত হননি তিনি। ২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে পুনরায় ওয়ানডে দলে জায়গা ফিরে পেলেন ৩১ বছর বয়সী মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে নিয়মিতই ছিলেন রায়না। এমনকি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডেও ছিলেন এখন পর্যন্ত ২২৩টি ওয়ানডে ম্যাচ খেলা রায়না।

নটিংহ্যাময়ারে আগামী ১২ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত। ১৭ জুলাই লিডসের ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ।

এসএএস/জেআইএম

আরও পড়ুন