ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মার্শের সেঞ্চুরির পরেও হারল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ জুন ২০১৮

প্রথম ইনিংসে জেসন রয়ের সেঞ্চুরির জবাবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শন মার্শ। রয়ের চেয়ে বেশি রান করেন মার্শ। কিন্তু জশ বাটলারের মতো একটি ইনিংস খেলতে পারেননি কোন অস্ট্রেলিয়ান। ফলে ১৭ বল হাতে থাকতেও ৩৮ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪২ রান করে ইংল্যান্ড। জেসন রয় খেলেন ১২০ রানের ইনিংস। মাত্র ৭০ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন বাটলার। ২টি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন এবং অ্যান্ড্রু টাই।

রান তাড়া করতে নেমে শন মার্শের সেঞ্চুরিতে ভালো এগুচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অন্যদের ব্যর্থতায় হার দিয়েই মাঠ ছাড়ে তারা। মার্শের ব্যাট থেকে আসে ১৩১ রানের ইনিংস। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অ্যাস্টন অ্যাগার। ৪৭.১ ওভারে ৩০৪ রানে অলআউট হয় তারা। ইংলিশদের পক্ষে লিয়াম প্লাংকেট ৪টি, আদিল রশিদ ৩টি ও মঈন আলি নেন ২টি উইকেট।

এসএএস/জেআইএম

আরও পড়ুন