আজ বিকেলে ঢাকায় পা রাখবে এশিয়া কাপজয়ী মেয়েরা
অসাধ্য সাধন করেছে বাংলাদেশের মেয়েরা। আগের ছয় আসরে ছয়বারই অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, তাদের ৩ উইকেটে হারিয়ে এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। মালয়েশিয়ায় এমন গৌরবউজ্জ্বল একটি টুর্নামেন্ট শেষ করে আজ ট্রফি নিয়ে দেশে ফিরছে বিজয়ী মেয়েরা। বিকেল সাড়ে পাঁচটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকায় পা রাখার কথা তাদের।
দেশকে যারা গৌরবের চাদরে মুড়ে দিয়েছে, তাদের সংবর্ধনা দেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ হোটেল সোনার গাঁয় বোর্ডের অফিসিয়াল ইফতার। সেখানেই জাহানারা, রোমানা, সালমাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। নিজেই নারী ক্রিকেটারদের সংবর্ধিত করবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
সোমবার হোটেল সোনার গাঁয় অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড মিটিং। এরপরই অনুষ্ঠিত হবে অফিসিয়াল ইফতার। এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবেন এশিয়া কাপজয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকাল ৫.৫০ মিনিটে বিমান বন্দরে এসে পৌঁছাবেন সালমা বাহিনী। বিসিবি আগেই জানিয়েছে, বিমান বন্দরে কোনো মিডিয়া অ্যাকটিভিটিজ থাকবে না।
বিমান থেকে নামার পর নারী ক্রিকেটারদের সোজা নিয়ে আসা হবে হোটেল সোনার গাঁয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে বিসিবির পক্ষ থেকে।
এমএমআর/পিআর