ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের লজ্জা ঘোচালো স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ জুন ২০১৮

সচরাচর বড় দলগুলোর সঙ্গে ওয়ানডে খেলার সুযোগ হয় না স্কটল্যান্ডের। কিন্তু এবার সুযোগ পেয়েই যেন নিজেদের জাত চেনাল স্কটিশরা। ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচে ৩৭১ রানের বড় পুঁজি গড়েছে ব্রিটেনের অন্তর্ভুক্ত এই দেশটি। আইসিসির সহযোগী কোন দেশের সর্বোচ্চ স্কোর এটিই। কিন্তু এখানে বাংলাদেশের লজ্জা ঘোচানোর কী হল! অনেকের মনে প্রশ্ন আসতেই পারে।

১৯৯৭ সালে কেনিয়ার নাইরোবিতে কেনিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আকরাম খান-খালেদ মাসুদদের সেই বাংলাদেশ দলের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছিল কেনিয়া। যা আজকের ম্যাচের আগ পর্যন্ত ছিল আইসিসির সহযোগী যেকোন দেশের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের বিপক্ষে হওয়া সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কেনিয়ার দিপক চুদাসামা ও কেনেডি ওটিয়েনো।

২১ বছর পর সেই কেনিয়ার সেই রেকর্ডটি নিজেদের করে নিল স্কটল্যান্ড। টস জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কিন্তু ইংলিশ বোলারদের পেটানোর উপর রাখেন স্কটিশ ব্যাটসম্যানরা। ওয়ান ডাউনে নেমে কলাম ম্যাকলেওড করেন অনবদ্য ১৪০ রানের মারকুটে ইনিংস। এছাড়া কোয়েটজার ৫৮ ও মুনসে করেন ৫৫ রান।

আরআর/পিআর

আরও পড়ুন