ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রশিদ খান হুমকি মনে করছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ জুন ২০১৮

বর্তমান সময়ের সেরা বোলার ধরা হয় তাকে। দেশ আফগানিস্তানে হলেও প্রশংসা কুড়িয়েছেন পুরো বিশ্বের। তার ঘূর্ণি যাদুতে কুপোকাত বিশ্বের নামিদামী সব ব্যাটসম্যান। ৭৫৯ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে সবার ওপরে রশিদ খানের অবস্থান। আইপিএলেও দাপট দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। এমন এক বিধ্বংসী বোলারের বিপক্ষেই রোববার দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। স্বভাবতই সে যে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হবেন সেটা স্বীকার করলেন অধিনায়ক সাকিব আল হাসান।

আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে রশিদ খানের সঙ্গে খেলছেন সাকিব। কাছ থেকে খুব ভালোভাবেই পর্যবেক্ষন করেছেন তাকে। রশিদ ছাড়াও দলে রয়েছেন নবি এবং মুজিব-উর-রহমানের মত উদীয়মান স্পিনার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তার র‍্যাংকিংই প্রমাণ করে সে কত ভালো বোলার। সে বর্তমানে এক নাম্বার বোলার। তাই স্বভাবতই সে আমাদের জন্য ভয়ঙ্কর।’

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডীয়ামে প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ সময় সাড়ে আটটায়। অপরূপ সুন্দর এই স্টেডিয়ামে প্রথমবারের মত বসছে ক্রিকেট ম্যাচ। দেরাদুনের আবহাওয়া নিয়েও মাথাব্যথা নেই সাকিবের। ‘মাঠটি ভালোই। আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। যদিও পিচটি স্লো এবং কিছুটা নিচু কিন্তু পৃথিবীর অনেক দেশেই এমন পিচ রয়েছে।’

আরআর/আরআইপি

আরও পড়ুন