ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০১ জুন ২০১৮

হেডিংলি টেস্টে টস জিতে ব্যাটিং করতে নামাই যেন কাল হয়েছে পাকিস্তানের। ইংলিশ বোলারদের তোপে একেবারেই সুবিধা করতে পারছেন না সফরকারি ব্যাটসম্যানরা। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেটে ৬৮ রান তুলেছে সরফরাজ আহমেদের দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলের খাতায় কোনো রান যোগ না হতেই স্টুয়ার্ট ব্রডের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম-উল-হক। এরপর আজহার আলীও বেশিদূর এগোতে পারেননি। ব্রডের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরেছেন মাত্র ২ রানে। ১৭ রানে ২ উইকেট হারিয়ে তখন রীতিমতো ধুঁকছে পাকিস্তান।

তৃতীয় উইকেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আসাদ শফিক আর হারিস সোহেল। ২৮ রান করা সোহেলকে ফিরিয়ে ৩২ রানের জুটিটি ভেঙেছেন ক্রিস ওকস। একইভাবে থিতু হয়ে আউট হয়েছেন আসাদ শফিকও। ২৭ রান করে ওকসের দ্বিতীয় শিকার তিনি। অভিষিক্ত উসমান সালাউদ্দিন ৩ এবং অধিনায়ক সরফরাজ আহমেদ ৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছেন।

এমএমআর/এমএস

আরও পড়ুন