ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হেডিংলি টেস্টে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০১ জুন ২০১৮

হেডিংলিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে কোনো রান না তুলতেই ১ উইকেট হারিয়েছে পাকিস্তান। শূন্য করে আউট হয়েছেন ইমাম-উল-হক।

পাকিস্তান একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাবর আজমের জায়গায় অভিষেক হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনের। ইংল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়া বেন স্টোকসের বদলে অভিষেক হয়েছে স্যাম কুরানের। মার্ক উডের জায়গায় ক্রিস ওকস আর মার্ক স্টোনম্যানের বদলে এসেছেন কেটন জেনিংস।

ইংল্যান্ড একাদশ : অ্যালিস্টার কুক, কেটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস ওকস, ডম বেস, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

পাকিস্তান একাদশ : আজহার আলী, ইমাম-উল-হক, হারিস সোহেল, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।

এমএমআর/এমএস

আরও পড়ুন