ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে তামিমরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ এএম, ০১ জুন ২০১৮

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘটে যাওয়া হারিকেনের পুনবার্সনের জন্য প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। রশিদ খান, শহিদ আফ্রিদির মতো বোলারদের পিটিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে ক্যারিবীয়রা। ম্যাচ জিততে ২০০ রান প্রয়োজন তামিম ইকবালের বিশ্ব একাদশের।

ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস এক পাশে ঝড়ো শুরু করলেও ব্যাট হাতে চেনা ছন্দ খুঁজে পাননি ক্রিস গেইল। মাত্র ২৬ বলে ৫৮ রান করেন লুইস। ৫টি করে চার এবং ছক্কায় সাজানো তার ইনিংস। অন্যদিকে লুইসের চেয়ে ২ বল বেশি খেলেও মাত্র ১৮ রান করতে সক্ষম হন গেইল।

৭৫ রানের উদ্বোধনী জুটির পর মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন এবং আন্দ্রে রাসেলের ব্যাটে ২০০ ছোঁয়া সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি চার এবং ৪টি ছক্কার মারে ২২ বলে ৪৩ রান করে আউট হন স্যামুয়েলস। ৩টি করে চার এবং ছয়ের মারে ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রামদিন। রাসেলের ব্যাট থেকে আসে ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস।

বিশ্ব একাদশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রশিদ খান। তবে ৪ ওভার থেকে ৪৮ রান খরচ করেন এই আফগান তরুণ। অন্য ২ উইকেট নেন দুই পাকিস্তানি শোয়েব মালিক এবং শহিদ আফ্রিদি।

এসএএস/বিএ

আরও পড়ুন