ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলির ব্যাট দিয়ে রাইডুর বাজিমাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩১ মে ২০১৮

সদ্য সমাপ্ত আইপিএলে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির শিরোপাজয়ে সামনে থেকে অবদান রাখেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ এবং সবমিলিয়ে চতুর্থ সর্বোচ্চ রান করেন রাইডু। তবে এই রান করতে তিনি খেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট দিয়ে।

সম্প্রতি ভারতের আরেক খেলোয়াড় হরভজন সিংয়ের একটি ‘ইউটিউব’ অনুষ্ঠানে এই কথা জানান রাইডু। চলতি মৌসুমের আগে হরভজন এবং রাইডু দুজনই খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার চেন্নাইতে এসে দুজনই জিতে নিয়েছেন আইপিএল শিরোপা। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি এবং ৩ ফিফটিতে ৬০২ রান করেন রাইডু।

হরভজনের অনুষ্ঠানে রাইডু জানান কোহলির কাছ থেকে ব্যাট নেয়াটা মূলত তার একটি কুসংস্কারে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমি প্রতিবছরই বিরাট (কোহলি) এর কাছ থেকে একটা ব্যাট নেই। এটা বিরাটও জানে যে আমি কেন এমনটা করি। এবছর ব্যাট দেয়ার সময় তো সে আমার এক হাত নিয়ে তবেই ব্যাটটা দিল।’

পরে কোহলির ব্যাট দিয়েই আইপিএলে বাজিমাত করেন রাইডু। এবারের আসরে চেন্নাইয়ের সেরা ব্যাটসম্যান রাইডু আরও জানান ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণকে দেখে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়েছেন তিনি। আর মুম্বাইতে খেলার সময় শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিংয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি।

রাইডু বলেন, ‘আমি বড় হওয়ার সময় লক্ষণ (ভিভিএস) আমার আদর্শ ছিলেন। যখন আমি মুম্বাইতে এলাম শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিংয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতোকিছু অর্জন করার পরেও শচীন পা’জি (বড় ভাই অর্থে) এখনো যতটা নমনীয় এবং এখনো শেখার যা আগ্রহ তার, এটি আমাকে খুব আকৃষ্ট করে।’

এসএএস/পিআর

আরও পড়ুন