নিষিদ্ধ হতে পারেন সরফরাজ
দল তার অধীনে ভালো করছে। দুদিন আগে লর্ডসে ঘরের মাঠের ইংল্যান্ডকেই রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে পাকিস্তান। তবে নেতৃত্বগুণে প্রশংসিত সরফরাজ আহমেদ আইসিসির চোখে অপরাধী। হবেনই বা না কেন? লর্ডসে জিততে গিয়ে যে আইসিসির বেঁধে দেয়া সময়ের তোয়াক্কাই করেননি! স্লো-ওভার রেটের কারণে পুরো দলের হয়েছে জরিমানা। সরফরাজ তো আছেন নিষেধাজ্ঞার শঙ্কাতেই।
লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। আইসিসি ম্যাচ রেফারি বিষয়টি আমলে নিয়ে পুরো দলকে জরিমানা করেছেন। দলের প্রত্যেক খেলোয়াড়ের জরিমানা ওভার প্রতি ম্যাচ ফির ১০ ভাগ। অর্থাৎ তিন ওভারে ৩০ শতাংশ। অধিনায়ক হিসেবে সরফরাজের জরিমানা তার দ্বিগুণ, ৬০ শতাংশ।
সরফরাজ অবশ্য দোষ স্বীকার করে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। তবে আগামী ১২ মাসের মধ্যে তার অধীনে যদি আবারও স্লো-ওভার রেটে অভিযুক্ত হয় পাকিস্তান, তবে এক টেস্টের জন্য নিষিদ্ধ হবেন সরফরাজ।
লর্ডসে ৯ উইকেটের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আগামী শুক্রবার হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এমএমআর/পিআর