ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিজ্ঞতার জোরেই ম্যাচটা বের করে নিয়েছে চেন্নাই : উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ মে ২০১৮

ব্যাটসম্যানরা খারাপ করেননি। দলের খাতায় ১৭৮ রানের পুঁজি তুলে দিয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭৯ রানের লক্ষ্যকে ছোট বলার উপায় নেই। কিন্তু ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে এমন চ্যালেঞ্জ জানিয়েও চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করছেন, ধোনিদের অভিজ্ঞতার কাছেই হেরে গেছেন তারা।

হায়দরাবাদকে আসলে হারিয়েছেন শেন ওয়াটসন। ৫৭ বলে ১১ বাউন্ডারি আর ৮ ছক্কায় একাই খেলে দিয়েছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ এমন একটা ইনিংস খেলে দিলে আসলেই কিছু করার থাকে না, মনে করছেন উইলিয়ামসন।

হায়দরাবাদ অধিনায়কের মতে, পুঁজিটা লড়াই করার মতোই ছিল। ওয়াটসনই সব গড়বড় করে দিয়েছেন, ‘এই পিচে অর্ধেক খেলার পর মনে হয়েছিল, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পুঁজিই পেয়েছি। ১৮০ বেশ ভালো টার্গেট, আমাদের প্রথম ওভারগুলোতে দেখা গেছে এখানে রান তোলা সহজ ছিল না। তবে পরের সময়টায় শেন ওয়াটসনের ইনিংসটাই...ফাইনালের মতো ম্যাচে কেউ যদি একশ প্লাস ইনিংস খেলে দেয়, তবে এটাকে তো দারুণ কিছুই বলতে হবে। দলের জন্য দারুণ অবদান রেখেছেন তিনি, থামানো কঠিন ছিল। দুর্দান্ত এক ইনিংস।’

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারে মাত্র ২০ রান তুলতে পারে চেন্নাই। উইকেটও হারিয়ে ফেলে একটি। উইলিয়ামসন আশা করেছিলেন, এরপর ঝুঁকি নিতে গিয়ে বিপদে পড়বেন ধোনিরা। কিন্তু অভিজ্ঞতা দিয়েই তারা বিপদটা পাশ কাটিয়ে ফেলেছে, মনে করছেন হায়দরাবাদ দলপতি, ‘প্রথম কয়েক ওভারের পর আমি ভেবেছিলাম, রানরেট বাড়ছে, ঝুঁকি নিতে হবে। যদি আমরা কয়েকটি উইকেট তুলে নিতে পারি, পুরো মৌসুমে যেমন করেছি, তবে তাদের জন্য কঠিন হয়ে যাবে। চেন্নাই যেভাবে খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে। তারা তাদের অভিজ্ঞতা দেখিয়েছে, কঠিন সময় পাশ কাটিয়ে ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে গেছে।’

এমএমআর/পিআর

আরও পড়ুন