ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডি ভিলিয়ার্সের অবসরে বিস্মিত ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৩ মে ২০১৮

বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সবাইকে হতবাক করে দিয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার এই আকস্মিক অবসরে বিস্মিত ক্রিকেট বিশ্ব।

দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে অনেক ক্রিকেটারে পক্ষে-বিপক্ষে খেলেছেন ডি ভিলিয়ার্স। তার অবসরের সময়ে সেসব ক্রিকেটার স্মরণ করেছেন দক্ষিণ আফ্রিকান তারকার সাথে খেলা মূহুর্তগুলোকে, বিস্ময় প্রকাশ করেছেন তার এমন আকস্মিক সিদ্ধান্তের কারণে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানান সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান ডি ভিলিয়ার্সকে। তাকে মাঠের খেলায় মিস করবেন বলে উল্লেখ করেন শচীন। তিনি লিখেন, ‘ক্রিকেট মাঠের জীবনের মতো, মাঠের বাইরের জীবনেও তুমি সফল হবে আশা করি। নিশ্চিতভাবে মাঠের ক্রিকেটে মিস করবো তোমাকে। তোমার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা।’

দীর্ঘসময় ডি ভিলিয়ার্সের সাথে একত্রে খেলেছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। ডি ভিলিয়ার্সের অভিষেকের দিন থেকেই তাকে দেখে আসা বাউচার লিখেন, ‘প্রোটিয়া দলের হয়ে খেলতে আসা সেই ছোট্ট তরুণের কথা আমার এখনো মনে আছে। কি অসাধারণ অনুপ্রেরণা, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ এক খেলোয়াড় ডি ভিলিয়ার্স! তোমার দেশ, সতীর্থ এবং ভক্তদের জন্য তুমি যা যা করেছো সেসবের অনেক অনেক ধন্যবাদ।’

দক্ষিণ আফ্রিকান সাবেক কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড নিজের প্রোফাইলে লিখেন, 'এবি ডি ভিলিয়ার্সের এমন আকস্মিক সিদ্ধান্তে আমি হতভম্ব। তবে এটিই জীবন! তার মনে হয়েছে সরে দাঁড়ানোর এটিই সেরা সময়। দেশের অসাধারণ অধিনায়কত্ব, দুর্দান্ত পারফরম্যান্স এবং সর্বোপরি তার মানবিকতার জন্য তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন ডি ভিলিয়ার্সের এই অবসরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য লজ্জা হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি লজ্জাজনক এক বিষয় হল এটি। তবে একইসাথে তিন ফরম্যাটে দুর্দান্ত ধারাবাহিকতায় খেলে যাওয়ার অসাধারণ এক বিজ্ঞাপন এবি ডি ভিলিয়ার্স। কিংবদন্তী! কিংবদন্তী! কিংবদন্তী! আমার দেখা সেরা ৩ ক্রিকেটারের একজন সে।’

ডি ভিলিয়ার্সের সাবেক সতীর্থ হার্শেল গিভস তাকে ‘আব্বাস’ নামে আখ্যায়িত করে লিখেন, ‘প্রত্যেকেই জানেন কখন তাদের সময় ফুরোতে যাচ্ছে। আব্বাসও এর ব্যতিক্রম নয়। বর্ণিল ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন এবি ডি ভিলিয়ার্স।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ডি ভিলিয়ার্স ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার উল্লেখ করে লিখেন, ‘খেলাটির(ক্রিকেট) ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ডি ভিলিয়ার্স। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অনেক অভিনন্দন। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ক্রিকেটার ডি ভিলিয়ার্স। ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।’

এসএএস/পিআর

আরও পড়ুন