ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন স্ট্রাউস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৩ মে ২০১৮

গত ডিসেম্বরে অ্যাশেজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। কারণ ছিল ক্যান্সারে আক্রান্ত স্ত্রী রুথ স্ট্রাউসের চিকিৎসার সময় পাশে থাকা। এবার এই একই কারণে ইসিবির পরিচালকের পদ থেকেই সরে দাঁড়ালেন সাবেক এই ইংলিশ ওপেনার।

ক্যান্সারে আক্রান্ত রুথের চূড়ান্ত চিকিৎসা শুরু হবে চলতি মাসের শেষের দিকে। স্ত্রী ছাড়াও নিজের দুই সন্তানের পাশে থাকার জন্য যথেষ্ট সময় পাওয়ার লক্ষ্যেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্ট্রাউস। সাবেক এই ইংলিশ ওপেনারের বদলে ইসিবির নতুন পরিচালকের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ইসিবি পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর খবর জানিয়ে স্ট্রাউস বলেন, ‘আমরা অনেক বেশি ভাগ্যবান যে সে (রুথ) এখনো পর্যন্ত খুব ভালো আছে। যদিও শুক্রবার থেকে তার নতুন আরেকটি চিকিৎসা শুরু করতে হবে। আগের চেয়ে এটি বেশি ঝুঁকিপূর্ণ হবে। একারণেই মূলত আমি আমার নিত্যদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে চিকিৎসা চলাকালীন পুরো সময়টা আমি তাকে দিতে পারি।’

এসএএস/জেআইএম

আরও পড়ুন