ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম পর্বে বাদ পড়াদের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ২২ মে ২০১৮

শুরু হওয়ার অপেক্ষায় আইপিএলের চলতি আসরের প্লে’অফ পর্ব। প্রথম পর্বে বাদ পড়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব। দলীয় পারফরম্যান্সে এই ৪ দল বাদ পড়ে গেলেও, ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন এইসব দলের অনেক খেলোয়াড়।

এবারের আয়োজনে দেখে নেয়া যাক বাদ পড়া ৪ দলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া ‘বাদ পড়াদের সেরা একাদশ’। এই একাদশে পাঞ্জাব, মুম্বাই এবং ব্যাঙ্গালুরু থেকে রয়েছেন ৩ জন করে খেলোয়াড়। এছাড়া দিল্লি ডেয়ারডেভিলস থেকে রয়েছেন বাকি ২ জন খেলোয়াড়।

একাদশের নেতৃত্ব দেয়া হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে এবং উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন দিল্লির ব্যাটসম্যান রিশাভ পান্ত। বিদেশী খেলোয়াড় হিসেবে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, অ্যান্ড্রু টাই এবং মুজিব উর রহমান।

আইপিএলের প্রথম পর্ব শেষে বাদ পড়াদের সেরা একাদশ:
১/ লোকেশ রাহুল: ১৪ ম্যাচ ৬ ফিফটিতে ৬৫৯ রান। স্ট্রাইকরেট ১৫৮.৪১।
২/ সুর্যকুমার যাদব: ১৪ ম্যাচে ৪ ফিফটিতে ৫১২ রান। স্ট্রাইকরেট ১৩৩.৩৩।
৩/ বিরাট কোহলি(অধিনায়ক): ১৪ ম্যাচে ৪ ফিফটিতে ৫৩০ রান। স্ট্রাইকরেট ১৩৯.১০।
৪/ রিশাভ পান্ত(উইকেটরক্ষক): ১৪ ম্যাচে ৫ ফিফটি এবং ১ সেঞ্চুরিতে টুর্নামেন্ট সর্বোচ্চ ৬৮৪ রান। স্ট্রাইকরেট ১৭৩.৬০।
৫/ এবি ডি ভিলিয়ার্স: ১২ ম্যাচে ৬ ফিফটিতে ৪৮০ রান। স্ট্রাইকরেট ১৭৪.৫৪।
৬/ শ্রেয়াস আয়ার: ১৪ ম্যাচে ৪ ফিফটিতে ৪১১ রান। স্ট্রাইকরেট ১৩২.৫৮।
৭/ হার্দিক পান্ডিয়া: ১৩ ম্যাচে ১৯৫ রান এবং ১৮ উইকেট।
৮/ অ্যান্ড্রু টাই: ১৪ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৪ উইকেট।
৯/ জাসপ্রিত বুমরাহ: ১৪ ম্যাচে ১৭ উইকেট।
১০/ মুজিব উর রহমান: ১১ ম্যাচে ৬.৯৯ ইকোনমি রেটে ১৪ উইকেট।
১১/ উমেশ যাদব: ১৪ ম্যাচে ২০ উইকেট।

এসএএস/এমএস

আরও পড়ুন