ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত একটা স্বার্থপর দল : ওয়াহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৬ মে ২০১৮

টেস্ট ক্রিকেটকে বাঁচাতে অস্ট্রেলিয়া তাদের হোম সিরিজগুলোতে একটি করে দিবারাত্রির টেস্ট রাখছে ২০১৬ সাল থেকেই। যে দলই সেখানে খেলতে গেছে, গোলাপি বলে একটি টেস্ট খেলেছে। কিন্তু ভারত তো আর দশটা দলের মতো নয়। নিজেদের ইচ্ছে মতো চলা তাদের পুরোনো অভ্যাস। ভদ্রতার তোয়াক্কা না করে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার প্রস্তাবিত দিবারাত্রির টেস্টকে ‘না’ বলে দিয়েছে বিরাট কোহলির দল। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না সদ্য অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব থেকে অব্যহতি নেয়া মার্ক ওয়াহ।

টেস্ট ক্রিকেটটা বাঁচানোর দাবি যখন বিশ্বজুড়ে, তখন ভারতের এমন সিদ্ধান্তকে স্বার্থপরতা মনে করছেন ওয়াহ। তিনি বলেন, ‘ভারত যেমন করেছে, এটাকে কিছুটা স্বার্থপরতা বলা যায়। কারণ আমাদের টেস্ট ক্রিকেটটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে হবে। টেস্ট ক্রিকেটটা যেখানে থাকা উচিত, সেখানে নেয়ার জন্য কয়েকটি দেশে দিবারাত্রির টেস্ট রাখা ভালো একটি উপাদান।’

টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ভারতের মতো বড় দলগুলোর সম্ভব সবটুকু করা উচিত- এমনটাই মত ওয়াহর। কেননা টেস্টের জনপ্রিয়তা এখন আটকে গেছে কেবল তিনটি দেশের মধ্যে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শুধুমাত্র অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডেই টেস্ট ক্রিকেটটা বেঁচে রয়েছে, ভালোভাবে চলছে। এটাই আমার বড় উদ্বেগ।’

ভারতের বর্তমান দলটি কেন দিবারাত্রির টেস্ট খেলতে ভয় পাচ্ছে, বুঝতে পারছেন না ওয়াহ। তিনি তো মনে করছেন, এই ফরমেটে আরও ভালো করার কথা কোহলিদের, ‘দিবারাত্রির টেস্টে তাদের দল ভালোভাবেই মানিয়ে নেয়ার কথা। তারা কয়েকজন ফাস্ট বোলার পেয়েছে, শুধু স্পিনারদের উপর আর নির্ভর করছে না। তাদের ব্যাটসম্যানরাও কৌশলগত দিক থেকে সামর্থ্যবান। তাই খেলাটার ভালোর জন্য তাদের দিবারাত্রির টেস্টে দেখলেই আমি খুশি হতাম।’

এমএমআর/জেআইএম

আরও পড়ুন