টস জিতে ফিল্ডিংয়ে ব্যাঙ্গালুরু
দুই দলই দাঁড়িয়ে একেবারে খাদের কিনারে। দিল্লি ডেয়ারডেভিলসের তো বিদায়টা প্রায় নিশ্চিত। ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। কাগজে-কলমে বিদায় নিশ্চিত বলা না গেলেও সাদা চোখে তাদের সম্ভাবনা নেই বললেই চলে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচসহ বাকি তিনটিতে জিতলে তাদের সম্ভাবনা হয়তো বা সুক্ষ সুতোয় ঝুলবে। আর যদি আজ হেরে যায়, তাহলে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
এমন কঠিন সমীকরণের মুখে নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায় বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আতিথেয়তা দিয়েছে দিল্লি। কোহলির দলও একেবারে খাদের কিনারায়। ১০ ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট ৬। আজ জিততে পারলে নিজেদের সম্ভাবনা হয়তো টিকিয়ে রাখতে পারবে; হারলে চলে যাবে পয়েন্ট টেবিলের তলানীতে এবং বিদায়টা তাদেরও প্রায় নিশ্চিত হয়ে যাবে।
দু’দলের এমন কঠিন সমীকরণে টসটা জিতলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির তরুণ অধিনায়ক স্রেয়াশ আয়ারকে।
দিল্লি আজ তাদের দলে অভিষেক ঘটিয়েছে নেপালি বিস্ময়বালক, স্পিনার সন্দিপ লামিচানেকে। নেপালের ক্রিকেট ইতিহাসে নিশ্চিত আজকের দিনটা স্পেশাল। পুরো নেপাল তাকিয়ে থাকবে দিল্লির এই ম্যাচের দিকে। আইপিএলে অভিষেক হচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসার জুনিয়র ডালারও।
দিল্লি ডেয়ারডেভিলস : পৃত্থি শ, জেসন রয়, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, সন্দিপ লামিচানে, অমিত মিশ্র, হার্শাল প্যাটেল, ট্রেন্ট বোল্ট, জুনিয়র ডালা।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : পার্থিব প্যাটেল, বিরাট কোজলি, সরফরাজ খান, এবি ডি ভিলিয়ার্স, মান্দীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন আলি, টিম সাউদি, উমেশ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।
আইএইচএস/জেআইএম