ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রশিদ-মুজিব থেকে সাবধান : মুশফিকের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১০ মে ২০১৮

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের দেহরাদুনে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে আছে টাইগাররা। আসন্ন সিরিজে তাই বাংলাদেশ দলের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

টাইগারদের কাজ আরো কঠিন করে তুলতে আফগানিস্তান শিবিরে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান। লেগস্পিনার রশিদ এবং রহস্যস্পিনার মুজিবের ব্যাপারে আগে থেকেই সতর্ক বাংলাদেশ দল। বৃহস্পতিবার আবারো এই দুই স্পিনারের সামর্থ্যের কথা সতীর্থদের মনে করিয়ে দিলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

পবিত্র ওমরাহ পালন শেষ করে বৃহস্পতিবারই দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মুশফিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তামিম (ইকবাল) কিছুদিন আগেই যেটা বললো, তাদের (আফগানিস্তান) বিশ্বমানের বোলার রয়েছে। যারা বর্তমানে আইপিএল দাঁপিয়ে বেড়াচ্ছে। রশিদ খান তো বর্তমানে বিশ্বসেরাদের একজন। আইপিএলে ১-২ দুই ম্যাচ বাদে সে কোনো ম্যাচেই ওভারপ্রতি ৬-৭ রানের বেশি দেয়নি। তাই আমি ব্যক্তিগতভাবে নতুন নতুন স্কোরিং শট নিয়ে কাজ করছি। কেননা টি-টোয়েন্টিতে আপনি একজন বোলারের সবগুলো ওভার এমনিই কাটিয়ে দিতে পারবেন না। মুজিবও (মুজিবুর রহমান) নতুন বলে দুর্দান্ত। তবে আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে, যদি আমরা ব্যাট ক্লিক করতে পারি, তাহলে ভালো ফলাফলই আসবে।’

সাধারণত খুব বেশি টি-টোয়েন্টি খেলে না বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে পরপর দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে টাইগারদের। কারণ সর্বশেষ নিদাহাস ট্রফিতে টি-টোয়েন্টি ফরমেটই খেলেছিলেন মুশফিকরা। তবে পরপর টি-টোয়েন্টি সিরিজের চেয়েও প্রতিপক্ষ আফগানিস্তান বলেই চিন্তাটা বেশি মনে করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মুশফিক বলেন, ‘আমরা আড়াই মাসের ব্যবধানে পরপর দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছি। সচরাচর এমনটা হয় না আমাদের। তবে সত্যি বলতে প্রতিপক্ষ দলটা আফগানিস্তান বলেই এখানে চ্যালেঞ্জের মাত্রাটা বেশি। শেষবার তারা যখন আমাদের দেশে খেললো, একটি ম্যাচে জিতেছিল। যদিও সেটি ওয়ানডে ফরমেটে ছিল। তবু টি-টোয়েন্টিতে খুব ভালো দল আফগানিস্তান।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতের দেহরাদুন স্টেডিয়ামকে। এখনো পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি এই স্টেডিয়ামে। নতুন এই স্টেডিয়ামে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘আমি শুনেছি এটি (দেহরাদুন) এটি খুবই ভালো স্টেডিয়াম। যদিও আইসিসি এখনো এর অনুমোদন দেয়নি। অনেকেই বলে, সেখানের গরমে আমাদের সমস্যা হতে পারে। তবে আমরা শ্রীলংকার গরমেও খেলে এসেছি। আমার মতে একমাত্র সমস্যা হতে পারে মাঠের অপরিচিত কন্ডিশন এবং সম্পূর্ণ নতুন উইকেট। তবে আশা করি, সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে আমরা মানিয়ে নিতে পারবো।’

এসএএস/এমএমআর/আরআইপি

আরও পড়ুন