ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানে খেলতে চায় আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ মে ২০১৮

শুক্রবার মাঠে গড়াচ্ছে আয়ারল্যান্ডের ঐতিহাসিক টেস্ট। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে নামছে দেশটি। প্রতিপক্ষ পাকিস্তান। এই টেস্ট নিয়ে কথা বলতে গিয়েই ওঠে এলো নিরাপত্তার কারণে আন্তর্জাতিক দলগুলোর পাকিস্তানে যেতে অনীহার প্রসঙ্গ। সময় কিছুটা বদলেছে। আইরিশ ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ড্যুটম তো আশার বাণীই শোনালেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের।

ড্যুটম জানিয়েছেন, পাকিস্তান সফর করতে আগ্রহী আয়ারল্যান্ড। নিকট অতীতে দেশটির নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি সেখানে ভালোভাবেই সফর শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। লাহোর আর করাচির মাঠে পিএসএলের কয়েকটি ম্যাচও সফলভাবে আয়োজন করতে দেখেছি। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা অবশ্যই আইসিসির নিরাপত্তা কমিটি এবং পাকিস্তানের সঙ্গে কথা বলব। তবে নিকট ভবিষ্যতে পাকিস্তান সফর অবশ্যই সম্ভব।’

তবে এই নিকট ভবিষ্যতটা কত নিকটে, সেটা এক প্রশ্ন। ডাবলিনে টেস্টকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠিকে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। শেঠি সেখানে গেলে হয়তো পাকিস্তান সফর নিয়ে আলোচনা হতে পারে। তবে পিসিবি চেয়ারম্যান নিজেই এ বছর আইরিশদের সফরের ব্যাপারে সন্দিহান। কারণ হলো, চলতি বছরে ভীষণ ব্যস্ত থাকবে পাকিস্তান।

শেঠি আইরিশদের এই সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে বলেছেন, ‘ডাবলিন সফরের এজেন্ডায় এমন কোনো বিষয় নিয়ে আলোচনার কথা নেই। আসল ব্যাপার হলো, আমাদের এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরে আগামী ১২ মাসে কোনো সিরিজ আয়োজনের জায়গাই নেই।’

আগামী ১২ মাস বেশ ব্যস্ত সূচি রয়েছে পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরও রয়েছে পাকিস্তানের। এরপর পিএসএল। মাঝে আবার দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে হবে। স্বভাবতই চাইলেও আইরিশদের আমন্ত্রণ জানাতে পারবে না তারা।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন