ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবারের আইপিএলে আট দলের ব্যর্থ তারকারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই প্রতি মৌসুমে কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নামীদামী একেকজন খেলোয়াড়কে দলে নিতে অনেক টাকা খরচ করতে হয় দলগুলোকে। কিন্তু সেসব তারকারা তাদের নামের ওজন অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হলে লোকসানের মুখে পড়তে হয় তাদের।

চলতি আইপিএলেও দেখা মিলেছে এমন সব তারকাদের। রোববার শেষ হয়েছে দীর্ঘ দুই মাসব্যাপী আইপিএলের প্রথম অর্ধেক। মৌসুমের মাঝপথে এসে দেখে নেয়া যাক আটদলের ব্যর্থ তারকাদের তালিকাঃ

রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস)
রবিচন্দ্রন অশ্বিন, ফাফ ডু প্লেসি, ব্রেন্ডন ম্যাককামালদের মতো বড় তারকাদের ছেড়ে দিয়ে রবীন্দ্র জাদেজাকে নিজেদের দলে রেখে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু চেন্নাইয়ের আস্থার প্রতিদান দিতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে মোটে ৪৭ রান করতে পেরেছেন তিনি, বল হাতে উইকেটের সংখ্যা মাত্র ১টি।

কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ানস)
সারা বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় বিশেষ কদর রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। যার ফলে আইপিএলের চলতি মৌসুমে কাইরন পোলার্ডকে ছেড়ে দিয়েও আবারো দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এখনো পর্যন্ত মুম্বাইয়ের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

মুম্বাইয়ের জার্সি গায়ে চলতি আসরে ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ৬৩ রান করতে পেরেছেন পোলার্ড। নানান ইনজুরির কারণে বোলিং বাদ দিয়েছেন অনেক আগেই। শুধুমাত্র ব্যাটিং দিয়ে দলের চাহিদা পূরণ করতে না পারায় নিজেদের ৭ম ম্যাচে পোলার্ডকে বেঞ্চেই বসিয়ে রাখে মুম্বাই।

সরফরাজ খান (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
চেন্নাইয়ের মতোই লোকেশ রাহুল, ক্রিস গেইল, শেন ওয়াটসন, যুজবেন্দ্র চাহালদের মতো বড় বড় তারকাদের বদলে তরুণ তুর্কি সরফরাজ খানকে দলের সাথে রেখে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রবীন্দ্র জাদেজার মতোই সরফরাজও ব্যর্থ হয়েছেন ব্যাঙ্গালুরুর প্রত্যাশা পূরণে। এখনো পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়ে সর্বসাকুল্যে ১১ রান করতে পেরেছেন তিনি।

মিচেল জনসন (কলকাতা নাইট রাইডার্স)
বয়সটা প্রায় ৩৭ ছুঁইছুঁই। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহুদিন আগেই। অবসরের পর খেলে বেড়াচ্ছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কিন্তু চলতি আসরের আইপিএলে কোনো দলই আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ান গতিদানব মিচেল জনসনের প্রতি। শেষমুহূর্তে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু মাঠের খেলায় কলকাতার আস্থার অনুরূপ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন জনসন। লড়াই করছেন একাদশে নিজের জায়গা নিশ্চিত করতেও। এরই মধ্যে কলকাতা ৮টি ম্যাচ খেললেও জনসন সুযোগ পেয়েছেন মাত্র ৪টিতে। এই ৪ ম্যাচে তার সাফল্য সাকুল্যে ২টি মাত্র উইকেট। রান বিলিয়েছেন ওভারপ্রতি দশ করে।

মনিশ পান্ডে (সানরাইজার্স হায়দরাবাদ)
জানুয়ারিতে আইপিএল নিলামে চার দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ১১ কোটি রুপিতে মনিশ পান্ডেকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে তার উপর ছিল দলের ব্যাটিংয়ের গুরুদায়িত্ব। কিন্তু ব্যাট হাতে এখনো পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ১৫৮ রান করতে পেরেছেন মনিশ। পারেননি দলের প্রয়োজন মেটাতে।

অ্যারন ফিঞ্চ (কিংস ইলেভেন পাঞ্জাব)
বর্তমান বিশ্বের অন্যতম বিষ্ফোরক ওপেনার অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ। সমৃদ্ধ টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভিত্তিতে ৬ কোটি ২০ লক্ষ রুপিতে তাকে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবে তার সতীর্থ লোকেশ রাহুল, ক্রিস গেইলরা ব্যাট হাতে দ্যুতি ছড়ালেও পুরোপুরি ব্যর্থ ফিঞ্চ। এখনো ৬ ম্যাচ খেলে মাত্র ২৪ রান করতে পেরেছেন তিনি।

গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস)
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় গৌতম গম্ভীর। দেড়শ’র বেশি ম্যাচ খেলে রান করেছেন ৪০০০ এর বেশি। কিন্তু চলতি আসরে হাসেনি গম্ভীরের ব্যাট। দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব নিয়ে ৬ ম্যাচে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়েছেন গম্ভীর। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পরের ম্যাচেই জায়গা হারান একাদশ থেকে।

বেন স্টোকস (রাজস্থান রয়্যালস)
পানশালায় মদ্যপ হয়ে মারামারির ঘটনার পরেও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে পেতে নিলামে চড়া মূল্য হাঁকায় রাজস্থান রয়্যালস। ৪ দলকে পেছনে ফেলে ১২ কোটি ৫০ লক্ষ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান। কিন্তু মৌসুমের মাঝপথে রাজস্থানের পুরো টাকাটাই জলে দেবার উপক্রম করেছেন স্টোকস। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ব্যাট হাতে করতে পেরেছেন মাত্র ১৪৭ রান, বল হাতে শিকার করেছেন ১টি মাত্র উইকেট।

এসএএস/এমএমআর/এমএস

আরও পড়ুন