ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলকাতাকে ১৭৬ রানের লক্ষ্য দিল ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে ঘরের মাঠের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৫ রান তুলেছে তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ব্যাঙ্গালুরুর। দুই ওপেনার কুইন্টন ডি কক আর বেন্ডন ম্যাককালাম ৪৯ বলে গড়েন ৬৭ রানের জুটি। ২৭ বলে ২৯ রান করে ডি কক ফিরলে ভেঙেছে এই জুটিটি। এরপর ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৮ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন ম্যাককালাম। পরের বলেই শুন্য করে সাজঘরে ফিরে যান মানান ভোহরা।

৭৫ রানে ৩ উইকেট হারানো ব্যাঙ্গালুরুকে এরপর বলতে গেলে একাই টেনে তুলেছেন বিরাট কোহলি। ৪৪ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ব্যাঙ্গালুরু অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৮ রানে। মানদ্বীপ সিং ১৯ আর শেষদিকে ৬ বলে অপরাজিত ৯ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন আন্দ্রে রাসেল।

এমএমআর/জেএইচ

আরও পড়ুন