ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টসে জিতেছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আজকের ম্যাচটি হচ্ছে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। দলে দুটি পরিবর্তন এনেছে ব্যাঙ্গালুরু। মানান ভোহরা আর ক্রিস ওকস বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে এসেছেন পবন নেগি আর কলিন ডি গ্র্যান্ডহোম।

চেন্নাইও দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাদ পড়েছেন কর্ন শর্মা আর ফাফ ডু প্লেসিস। তাদের বদলে সুযোগ মিলেছে হরভজন সিং আর ইমরান তাহিরের।

চেন্নাই একাদশ : শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির।

ব্যাঙ্গালুরু একাদশ : কুইন্টন ডি কক, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মানদ্বীপ সিং, কোরি অ্যান্ডারসন, কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

এমএমআর/এমএস

আরও পড়ুন