ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাদা পোশাকে মাঠে ফিরছেন মাশরাফি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

ছয় মাস পর আবারও সাদা পোশাকে মাঠে নামছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে দক্ষিণাঞ্চলের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবাদিন নান্নুর বক্তব্যের পরই গুঞ্জন ওঠে তাহলে আবারও টাইগারদের হয়ে সাদা জার্সিতে দেখা যাবে মাশরাফিকে। এরই মধ্যে বিসিএল খেলতে খুলনা যাওয়ায় গুঞ্জন আরও জোড়াল হয়। তবে মাশরাফি জানালেন নিজেকে ফিট রাখতেই বিসিএলের শেষ ম্যাচ খেলছেন তিনি।

জাগো নিউজের সঙ্গে আলাপে টাইগার এই অধিনায়ক বলেন, গত বছর জাতীয় লিগে দুইটা ম্যাচ খেলেছিলাম। এবার বিসিএল একটা ম্যাচ খেলব। মূলত নিজেকে ফিট রাখতেই এ ম্যাচ খেলছি।’

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়েই টেস্ট ক্রিকেট থেকে ছিটকে যান মাশরাফি। এরপর গত ৯ বছরে মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাশরাফি। যার মধ্যে গত বছর জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন দুটি ম্যাচ। ওই দুই ম্যাচে পাঁচটি উইকেটও পান এ তারকা।

ক্রিকেটে লম্বা ফরম্যাটের গুরুত্ব সম্পর্কে মাশরাফি আরও বলেন, ‘সব সমই বলি আমি এই ফরম্যাট মিস করি। টেস্ট ক্রিকেট না খেললে কখনোই অন্য সংস্করণে লম্বা সময় খেলা সম্ভব নয়। এখান থেকে ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে। সামনে একটা ম্যাচ খেলব, ওখানেও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

এদিকে লিস্ট এ ক্রিকেটের চলতি মৌসুমে আবাহনীর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাশরাফি। বল হাতে সর্বোচ্চ উইকেট নেয়ার কৃতিত্বও দেখান এই অধিনায়ক।

উল্লেখ্য, বিসিএলে শিরোপার দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। পঞ্চম রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। পয়েন্ট টেবিলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যাঞ্চল। আর ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল।

এমআর/এমএস

আরও পড়ুন