ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘যেভাবে থামানো যাবে ভিলিয়ার্সকে’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২২ এপ্রিল ২০১৮

উইকেটের চারপাশে অদ্ভুতুড়ে সব শট খেলায় জুড়ি নেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। তার চারদিকে খেলার সামর্থ্যের কারণে ভক্ত-সমর্থকদের কাছে তিনি পরিচিত ‘মি.৩৬০ ডিগ্রি’ নামে। শনিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাত্র ৩৯ বলে ডি ভিলিয়ার্স খেলেছেন ৯০ রানের অপরাজিত ইনিংস। ব্যাঙ্গালুরুর হয়ে দুই ওভার আগেই তাড়া করেছেন ১৭৫ রানের লক্ষ্য।

দিল্লির কোনো বোলার তাকে আউট করতে পারেননি। আউট দূরে থাক, সামান্য বেকায়দায়ও ফেলা যায়নি তাকে। স্বাচ্ছন্দ্যে উইকেটের চারপাশে খেলেছেন তিনি। কুড়িয়েছেন সকলের প্রশংসাবাণী। দিল্লি আর কিছু রান করতে পারলে পেয়ে যেতে পারতেন আইপিএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাকে থামানোর উপায় জানা ছিল না দিল্লির কোনো বোলারের।

এমন ফর্ম বজায় থাকলে পুরো আইপিএল জুড়ে সব দলকেই বিপদে ফেলবেন ডি ভিলিয়ার্স, তা বলার অপেক্ষা রাখে না। তাই রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস বের করেছেন ভিলিয়ার্সকে আউট করার উপায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিলিয়ার্সকে আউট করার কৌশল জানান তিনি।

তবে সেটি কোনো বৈধ উপায় নয়। ভিলিয়ার্সকে আউট করার কৌশল হিসেবে ‘আন্ডার আর্ম’ বোলিং করার কথা জানান স্টোকস। যা কিনা ক্রিকেটে অনেক আগে থেকেই নিষিদ্ধ। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ান দুই সহোদর গ্রেগ চ্যাপল এবং ট্রেভর চ্যাপেলের আন্ডার আর্ম বোলিংয়ের ভিডিও সংযুক্ত করে স্টোকস লিখেন, ‘যেভাবে থামানো যাবে ভিলিয়ার্সকে!’

আসলে ভিলিয়ার্সের দিনে তাকে থামানোর মতো কোনো কৌশল আসলেই নেই। মজার ছলে হলেও এই কথাটি যেন মেনে নিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

আগামী ১৯শে মে তারিখে ভিলিয়ার্সের ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে স্টোকসের রাজস্থান।

এসএএস/এমএমআর/এমএস

আরও পড়ুন