ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন শামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

স্ত্রী হাসিন জাহানের করা মামলায় প্রতিনিয়ত নিত্যনতুন ঝামেলায় আটকে যাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। গত সোমবার কলকাতার মাঠ থেকে খেলে আসার পথে বিমানবন্দরেই তাকে আটকে রাখে কলকাতার পুলিশ। গ্রেফতার না করলেও নিজ দল দিল্লি ডেয়ারডেভিলসের সাথে যোগ দিতে বাধা দেয়া হয় শামিকে।

অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শামিকে দলের সাথে যোগ দেয়ার অনুমতি দেয় কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অনুমতি পেয়ে বুধবারই দলের সাথে দিল্লিতে যোগ দেন শামি। আগামী শনিবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে দিল্লি ডেয়ারডেভিলস।

কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার প্রাভীন ত্রিপাথি বলেন, ‘তার (মোহাম্মদ শামি) আইপিএল খেলা নিয়ে আমাদের কোন নিষেধ নেই। তবে আমাদের প্রয়োজন পড়লে আবারো তাকে ডেকে নিবো। মামলার বর্তমান পরিস্থিতিতে আমরা যখনই সে আসতে বাধ্য। তবে শামি নিজেও আমাদের সর্বাত্মক সহযোগিতা করায় তার প্রতি আমাদের কোনো নেতিবাচক মনোভাব নেই।’

মাসদেড়েক আগে শামির স্ত্রী হাসিন জাহান পারিবারিক অশান্তির মামলা ঠুকেন আদালতে। এরপর থেকেই পুলিশ-আদালতের দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে ভারতীয় পেসারকে। ২০১২ সালে প্রথম পরিচয়ের পর ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শামি-হাসিন। আড়াই বছর একটি কন্যা সন্তান রয়েছে তাদের।

এসএএস/এমএমআর/জেআইএম

আরও পড়ুন