ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবরা একে, তারপরেই মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০২ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

আইপিএলের চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স শুরু করেছে ঠিক এর উল্টো। নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে, চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের নিচ থেকে তৃতীয়।

তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনারের মতে, বোলিং আক্রমণের দিক থেকে সাকিবদের পরের স্থানটাই থাকছে মোস্তাফিজের মুম্বাইয়ের জন্য। চলতি আইপিএলে বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া ফকনার বলেন, ‘আমার মতে চলতি আইপিএলের সবচেয়ে শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট হায়দরাবাদের। গত কয়েক আসর ধরেই দুর্দান্ত ফর্মে আছেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও বিশ্বের সেরা টি-টোয়েন্টি স্পিনার রশিদ খানও আছেন হায়দরাবাদে। তাই আমার চোখে তাদের বোলিং বিভাগই সেরা।’

সেরাদের তালিকা করতে গেলে দ্বিতীয় সেরা, তৃতীয় সেরা কারা সেই আগ্রহও জন্মায় স্বাভাবিকভাবেই। সেই কৌতুহলও মিটিয়ে দেন ফকনার। মোস্তাফিজুর রহমান, জসপ্রিত বুমরাহদের নিয়ে গড়া মুম্বাইয়ের বোলিং আক্রমণকে দ্বিতীয়তে ঠাঁই দেন তিনি।

‘মুম্বাইয়ে সেরা দুই ডেথ বোলার জাসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজুর রহমান আছেন। আমার মতে, তারা বোলিংয়ের দিক দিয়ে দ্বিতীয়তে থাকবে। বুমরাহ ফর্মে নেই বলাটা অন্যায় হবে। তাকে সবসময় ডেথ ওভারে বোলিং করতে হয়। এটা মোটেও সহজ কাজ নয়।’

এসএসএস/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন