ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জন্মদিনের উপহারে নতুন নাম পেলেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কে এল রাহুল। পুরো নাম কান্নাউর লোকেশ রাহুল। ক্রিকেট অঙ্গনে লোকেশ রাহুল নামেই পরিচিত তিনি। তবে তার ২৬তম জন্মদিনে তাকে নতুন এক নাম ‘উপহার’ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

আইপিএলের চলতি মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন রাহুল। একই দলের পরামর্শক হিসেবে আছেন শেবাগ। বুধবার রাহুলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কে এল রাহুলের নতুন রূপ প্রকাশ করেন সাবেক এই ওপেনার।

নিজের টুইটে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন ‘কাড়াক লাড়কে’ রাহুল। দোয়া করি নিজের ব্যাটের ছন্দ বজায় রাখবে।’ কে এল রাহুল দিয়ে কান্নাউর লোকেশ রাহুল হলেও, শেবাগ এটিকে করে দিলেন ‘কাড়াক লাড়কে’ রাহুল। হিন্দি এই শব্দযুগলের বাংলা করলে দাঁড়ায় ‘দামাল ছেলে।’ অর্থাৎ ভারতের বর্তমান ওপেনারকে দামাল ছেলে বলে আখ্যা দিলেন সাবেক ওপেনার।

চলতি আইপিএলে দামাল ছেলের মতোই ব্যাটিং করছেন রাহুল। টুর্নামেন্টে পাঞ্জাবের প্রথম ম্যাচেই গড়েন আইপিএলের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। মাত্র ১৪ বলে ফিফটি করে ভাঙেন ইউসুফ পাঠানের ১৫ বলে ফিফটির রেকর্ড। এখনো পর্যন্ত খেলা তিন ম্যাচে ৪৫ গড়ে টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ ১৩৫ রান করেছেন রাহুল।

এসএএস/এমএমআর/এমএস

আরও পড়ুন