ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৭ এপ্রিল ২০১৮

নিজের বাড়ির পাশে অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিকুর রহীম। বিসিবিএলের চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে ১১১ রানের অনবদ্য ইনিংসটি খেলার পরদিনই চোটে পড়লেন তিনি। গোড়ালিতে আঘাত লেগেছে তার। সুতরাং, এই আঘাত সারতে লাগবে বেশ কিছুদিন। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠেই নামতে পারছেন না জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ক্রিকেট খেলতে গিয়ে নয়, গোড়ালিতে চোটটা পেয়েছেন মুশফিক ফুটবল খেলতে গিয়ে। জাতীয় দলের আরেক ক্রিকেটার নাসির হোসেনও ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে মারাত্মক আঘাত পেয়েছিলেন। তাকে মাঠের বাইরে থাকতে হচেছ ৬ সপ্তাহ। একই পথে হাঁটলেন যেন মুশফিকও।

উত্তরাঞ্চলের হয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিন সকালে গা গরমের জন্য ফুটবল খেলছিলেন। তখনিই গোড়ালিতে চোট লাগে। তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু পরে ডাক্তারী পরীক্ষা-নীরিক্ষার পর জানা গেলো, চোটটা ভালোই। মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ।

বিসিএলের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানেই রয়েছে উত্তরাঞ্চল। আজ থেকে শুরু হতে যাওয়া পঞ্চম রাউন্ডের খেলায় মুশফিককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে উত্তরাঞ্চলকে।

আইএইচএস/পিআর

আরও পড়ুন