ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গেইলের পরের স্থানটিই এখন ম্যাককালামের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোববার রাতে ২৭ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেললেন, তবু দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে জেতাতে পারলেন না ব্রেন্ডন ম্যাককালাম। তবে দল হারলেও নতুন এক মাইলফলকে ঠিকই নাম লিখিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ৯ হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন তিনি।

৩৬ বছর বয়সী ম্যাককালাম জাতীয় দলকে বিদায় বলেছেন, এখন শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন। রোববার যখন আউট হয়েছেন, টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে ৯ হাজার ৩৫ রান। গড় ৩০.৯৪, স্ট্রাইকরেট ১৩৭.৮১।

টি-টোয়েন্টিতে ম্যাককালামের উপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। মারকুটে এই ওপেনার করেছেন ১১ হাজার ৬৮ রান।

টি-টোয়েন্টির সেরা পাঁচ রান সংগ্রাহক :

১. ক্রিস গেইল-১১০৬৮

২. ব্রেন্ডন ম্যাককালাম -৯০৩৫

৩. কাইরন পোলার্ড -৮০৪৮

৪. শোয়েব মালিক-৭৭২৮

৫. ডেভিড ওয়ার্নার-৭৬৬৮।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন