ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন ঠিকানায় সাকিবের মিশন শুরু আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৯ এপ্রিল ২০১৮

কলকাতা নাইট রাইডার্সকে নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। গত সাতটি মৌসুমে খেলেছেন এই দলটিতে। অথচ এমন ঘরের একজন মানুষকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা। বিশ্বসেরা অলরাউন্ডারকে লুফে নিতে ভুল করেনি সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসর। তবে সাকিবের দল হায়দরাবাদ আজই প্রথম মাঠে নামছে। রাজীব গান্ধী স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় খেলতে নামবে তারা। প্রতিপক্ষ আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। রাজস্থানেরও এবারের আসরের প্রথম ম্যাচ এটি।

সাকিব যেন সৌভাগ্যের আরেক নাম। তাকে দলে নিয়ে দুই দুইবার শিরোপার মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে আইপিএলের পঞ্চম আসরে দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ১৫.১৬ গড়ে করেন ৯১ রান। বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। শিরোপা জেতে কলকাতা।

এরপরের মৌসুমটি খেলা হয়নি সাকিবের। কলকাতাও সেই আসরে শিরোপার স্বাদ পায়নি। ২০১৪ সালে সপ্তম আইপিএলে আবারও কলকাতার হয়ে খেলেন সাকিব, ট্রফি হাতে নেয় গৌতম গম্ভীরের দল। ওই আসরে ব্যাট হাতে আরও সাবলীল ছিলেন সাকিব। ৩২.৪২ গড়ে করেছিলেন ২২৭ রান। সঙ্গে বল হাতে ১১ উইকেট তো ছিলই।

দল বদলে এবার সানরাইজার্স হায়দরাবাদে সাকিব আল হাসান। হায়দরাবাদেরও কি কপাল খুলবে আরেকবার? এক মৌসুম আগে মোস্তাফিজুর রহমানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে শিরোপা জিতেছিল দলটি। এবার না হয় আরেক বাংলাদেশি সাকিব আনন্দে ভাসাবেন!

এমএমআর/জেআইএম

আরও পড়ুন