ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুধু আমাকে নয়, পুরো মুম্বাই দলকে সমর্থন দিন : মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

মোস্তাফিজুর রহমান, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝলক দেখিয়ে আইপিএল মাত করেছিলেন বাংলাদেশি পেসার। এবার তিনি আর ওই দলে নেই। নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে দলে নতুন হলেও তাকে আপন করেই নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবির। ভক্তদের কাছেও তাই কাটার মাস্টারের আকুতি, ‘শুধু আমাকে নয়, পুরো মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন দিন।’

মোস্তাফিজকে নিয়ে কতটা আগ্রহ মুম্বাই ইন্ডিয়ান্সের, সেটা বোঝা গেছে নিলামের দিনই। আইপিএলের নিলামে বাংলাদেশি কাটার মাস্টারকে লুফে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এবার ভারতে পা রাখার পর থেকেও বেশ আগ্রহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় গণমাধ্যমের। সামাজিক যোগাযোগমাধ্যমেও মোস্তাফিজকে নিয়ে বিভিন্ন ভিডিও, পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

শনিবার দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগে মোস্তাফিজের বড়সড় এক সাক্ষাতকারও নিয়ে নিয়েছে দলটি, যেখানে ক্রিকেটার হিসেবে উঠে আসা থেকে শুরু করে নতুন দলে নাম লেখানো নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশের কাটার মাস্টার। ফেসবুক পেজে সেই সাক্ষাতকার প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

সেই সাক্ষাতকারেরই এক পর্যায়ে মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়, মুম্বাইয়ের নিলামে জায়গা করে নিতে পারার দিনের অনুভূতিটা কেমন ছিল? বরাবরের মতো নির্লিপ্ত মোস্তাফিজের উত্তর ছিল এমন, ‘আমি নিলাম দেখিনি। কারণ সেদিন আমার খেলা ছিল। পরে কোচ আমাকে বলেন যে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে। অবশ্যই আমি খুব রোমাঞ্চিত ছিলাম, কারণ মুম্বাইয়ের মতো একটি দল আমাকে নিয়েছে।’

মুম্বাইয়ে পা রাখার পর থেকেই তাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা। বাংলাদেশের ভক্তরা তো আছেই, মুম্বাই শিবিরও ভীষণ পছন্দ করে মোস্তাফিজকে। তাদের প্রতি বার্তা কি হবে? এমন প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘মানুষ আমাকে ভালোবাসে, কারণ তারা দেখছে আমি প্রতিদিন কি করছি। আমি কঠোর পরিশ্রম করি এবং তাদের খুশি রাখতে চেষ্টা করি। আশা করি, তারা আমাকে আরও বেশি ভালোবাসবেন। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলব। আমি চাইব তারা যেন একসঙ্গে দলকে সমর্থন করেন। শুধু মোস্তাফিজুরকে নয়, পুরো দলকেই যেন তারা সমর্থন করেন। আমি এটাই আশা করি।’

এমএমআর/পিআর

আরও পড়ুন