ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পদ্মভূষণ খেতাবে সম্মানিত হলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

ক্রিকেটে অসাধারণ অবদান রাখার জন্য পদ্মভূষণ সম্মান সম্মানিত হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশটির এগারতম ক্রিকেটার হিসেবে ভারতের তৃতীয় সর্বোচ্চ এই অসামরিক খেতাব পেলেন ক্যাপ্টেন কুল খ্যাত সাবেক এই অধিনায়ক। সোমবার (২ এপ্রিল) ভারতের এ সাবেক অধিনায়কের হাতে পদ্মভূষণ খেতাব তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফট্যানেট কর্নেল পদ লাভ করা ধোনি সামরিক পোশাকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন পদ্মভূষণ খেতাব গ্রহণের জন্য। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজসহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব।

dhoni-2

২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধোনি। তবে এখনও রঙ্গিন পোশাকে দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। তার নেতৃত্বেই ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।

এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি আসরের বিশ্বকাপ ঘরে তোলে তার নেতৃত্বেই। টেস্ট ক্রিকেটেও নিজ দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে নিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এমআর/জেআইএম

আরও পড়ুন