ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্টার্কের বদলে কলকাতা নাইট রাইডার্সে কুরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০২ এপ্রিল ২০১৮

দিন কয়েক আগে ডান পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন মিচেল স্টার্ক। এবার আইপিএলে তার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল। অস্ট্রেলিয়ান এই পেসারের বদলে কেকেআরে সুযোগ মিলছে ইংল্যান্ড এবং সারের ফাস্ট বোলার টম কুরানের।

এবারই প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন টম কুরান। আগামী ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন কুরান।

এখনও ইংল্যান্ডে আছে কুরান। কেকেআরে সুযোগ পাওয়ার খবর শুনে ইংলিশ এই পেসার উচ্ছ্বাস প্রকাশ করে সারের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে যাচ্ছি বলে শিহরিত। আমি অন্যদের কাছ থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি। নিজের সামর্থ্য দিয়ে আশা করছি সারে এবং ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার আরও বেশি সুযোগ তৈরি করতে পারব যেন আগামী বছর বিশ্বকাপ দলে নির্বাচিত হই।’

এমএমআর/পিআর

আরও পড়ুন