ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে স্মিথের জায়গায় ক্লাসেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ এপ্রিল ২০১৮

বল টেম্পারিং কলঙ্কে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারানো স্টিভেন স্মিথ। তার বিকল্প হিসেবে এই মৌসুমে রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন।

বল টেম্পারিংয়ের শাস্তি হিসেবে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হারিয়েছেন। সঙ্গে স্পন্সর আর বিভিন্ন লিগের চুক্তিও। তার স্থলাভিষিক্ত হিসেবে ক্লাসেনকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।

২৬ বছর বয়সী ক্লাসেন আন্তর্জাতিক আঙিনায় এসেছেন বেশিদিন হয়নি। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। প্রথম সিরিজেই নিজের জাত চিনিয়েছেন তিনি। সেঞ্চুরিয়ানে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৬৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন প্রোটিয়া দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান, যে ইনিংসে ৩টি চারের পাশে ছিল ৭টি ছক্কার মার।

জানুয়ারিতে খেলোয়াড়দের নিলামে অবিক্রিত থাকায় ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যেই ক্লাসেনকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

এমএমআর/পিআর

আরও পড়ুন