ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৭ মার্চ ২০১৮

প্রথম ম্যাচেই হার। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি হারলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো কঠিনই। তবে এই কঠিন কাজটিই বেশ সহজে করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ভারতের নয়দায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেট আর ১২৩ বল হাতে রেখেই হারিয়েছে জুনিয়র টাইগাররা, সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টস জিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪.৪ ওভার ব্যাট করেও মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ইজাজ।

বাংলাদেশের পক্ষে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন মেহেদী হাসান অনি। ২টি করে উইকেট মৃত্যুঞ্জয়ী চৌধুরী আর মো. তাহসিনের।

জবাবে ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের হাফসেঞ্চুরিতে জয় পেতে একেবারেই কষ্ট হয়নি বাংলাদেশের। ৭৯ বলে ৭ বাউন্ডারিতে প্রান্তিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রানে। এছাড়া অধিনায়ক পারভেজ হোসেন ইমন করেন ৩২ রান।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। তৃতীয় ম্যাচটি তারা জিতলো একই ব্যবধানে।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন