ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় হায়দরাবাদও
স্টিভেন স্মিথ ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। বল টেম্পারিং কেলেঙ্কারির পর স্মিথ ছেড়েছেন দেশের অধিনায়কত্বও। বল বিকৃতির অভিযোগে স্মিথের মতই নাম উঠে এসেছে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বিপক্ষেও। যে কারণে জাতীয় দলের সহ-অধিনায়কত্বও ছেড়েছেন তিনি।
এবার তাকে নিয়ে সমস্যায় পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালের আইপিএল শিরোপাও জিতেছিল হায়দরাবাদ। গতবারও উঠেছিল শেষ চারে। এবার বল টেম্পারিং কেলেঙ্কারির পর ফ্র্যাঞ্চাইজির মেন্টর ভিভিএস লক্ষ্মণ সোমবার জানিয়ে দিলেন, তারা অপেক্ষা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জন্য।
পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক কেপটাউন টেস্টে যা ঘটেছে। সানরাইজার্সের পক্ষ থেকে এখনই কিছু বলাটা ঠিক হবে না। গত পরশুই ঘটনা ঘটেছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
তবে, স্মিথ এবং রাজস্থান রয়্যালসের পথেই হাঁটতে পারে ওয়ার্নার ও হায়দরাবাদও; কিন্তু যদি ক্রিকেট অস্ট্রেলিয়া যা ইঙ্গিত দিয়েছে তাতে আজীবন নিষিদ্ধও হতে পারেন এই দুই ক্রিকেটার। এ অবস্থায় হায়দরবাদের কী সিদ্ধান্ত জানতে চাওয়া হলে লক্ষ্মণ জানান, এখনই এতদূর ভাবছেন না তারা।
লক্ষ্মণ বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য রয়েছে সেটা খুবই সামান্য। আমরা পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছি। সিদ্ধান্ত নেওয়ার সময় এলে তখন ভাবব। ওয়ার্নার অসাধারণ লিডার এই দলের জন্য।’ ৩০ মার্চ থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করার করার কথা রয়েছে হায়দরাবাদের।
আইএইচএস/এমএস